মেঘের আড়ালে
আবু জামাল
রাত অনেক পড়ার টেবিলে
বসে পড়ছি আমি,
পেছন থেকে মা এসে বলল
খোকা তুই এখনও ঘুমাসনি।
রাত জেগে জেগে স্বাস্থ্য তোমার
খারাপ হয়ে যাবে,
বাবা তুমি ঘুমাও এখনি
বাকী পড়া পড়বে সকালে।
খাবার টেবিলে কত যতনে
খাইয়ে দিত খাবার,
অমৃতের মত লাগতো আমার
মায়ের তুলে দেয়া সে আহার।
আজ মনে পড়ে তোমার কথা
গত হয়েছে মা কত আগে
খাবার খেতে বসলে আমার
মায়ের কথা মনে পড়ে।
মেঘের দেশে লুকিয়ে মা
দেখছে মোর আহাজারী,
হয়তো তার সেখান থেকে
ঝরছে অবিরাম অশ্রুবারি।
মাঝে মাঝে মা স্বপ্ন আসে
বলে সেই পুরানো কথা,
এখনও কি খোকা জেগে আছিস তুই
শুধু শুধু অযথা।
বাবা থাকেন কাজে ব্যস্ত
খেয়াল নিতে পারেন না মোটেও,
তোমার অভাব বুজি মা আমি
জীবনের প্রতি পদে পদে।
আকাশের পানে চেয়ে আমি
কথা বলি তোমার সাথে,
মনে হয় যেন এখনও তোমায়
দেখি আমি এই ভবে।
…………………………………