UP election: ওসমানীনগরে উপজেলার ইউপি নির্বাচনে অধিকাংশ ভোটারদের মুখে নেই মাস্ক
সিলেটের ওসমানীনগর উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় ভোট শুরু হয়। ভোট শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রে গিয়ে হাজির হয়েছেন অনেক ভোটার। তবে অধিকাংশ ভোটারদের মুখে নেই মাস্ক। এতে করোনার সংক্রমণের আশংকা করছেন সচেতন মানুষ।
এ বিষয়ে নিজ করনসি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো রুহুল আমিন বলেন ভোট গ্রহন করার পূর্বে আমরা ভোটারদের অনুরোধ করেছিলাম,কিন্তু তারা মাস্ক না পরেই লাইনে ঢুকে পরে।এখন আমরা নতুন কোন ভোটারকে মাস্ক ছাড়া লাইনে ঢুকতে দিবো না।
উল্লেখ্য, এ উপজেলায় এই প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটাররা।