Osmaninagar: ওসমানীনগরে শীত উপেক্ষা করে দীর্ঘ লাইনে ভোটাররা
৬ষ্ঠ ধাপে ওসমানীনগর উপজেলার ৮টি ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত। এদিকে শীত উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটাররা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এসব ইউনিয়নের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত তারা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর রয়েছে।
গোয়ালাবাজার ইউনিয়নের হযরত শাহজালাল ফাজিল মাদরাসা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা তফাজ্জ্বল হোসেন বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ করতে পারবো।