Shakil Islam - (Nilphamari)
প্রকাশ ২৯/০১/২০২২ ০৮:৪৫পি এম

Proshika: নীলফামারীতে প্রশিকার উদ্যোগে একশ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Proshika: নীলফামারীতে প্রশিকার উদ্যোগে একশ মানুষের মাঝে  শীতবস্ত্র বিতরণ
নীলফামারীতে দুঃস্থ্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে। ২৯ (জানুয়ারি) শনিবার দুপুরে জেলা সদরের নটখানায় অবস্থিত প্রশিকা নীলফামারী অফিসে কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিকা সংস্থার নীলফামারী ও পঞ্চগড় অঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক জগলুল আহমেদ পাশা।

এ সময় আরও উপস্থিত ছিলেন টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির, প্রশিকার নীলফামারী অঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক আলহাজ উদ্দিন, নীলফামারী কার্যালয়ের ব্যবস্থাপক আল রাফিয়া প্রমুখ।

বিভাগীয় ব্যবস্থাপক আলহাজ উদ্দিন বলেন, ‘নীলফামারী শীত প্রবন এলাকা হওয়ায় এ অঞ্চলের মানুষ শীতে বেশি কষ্ট ভোগ করেন। আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের পাশে দাড়াতে ক্ষুদ্র এ প্রয়াস চালাচ্ছি। তারই ধারাবাহিকতায় শনিবার নীলফামারী জেলা সদরের বিভিন্ন এলাকার এক শত দুস্থ্য শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ