Muhammad Jabir - (Sylhet)
প্রকাশ ২৯/০১/২০২২ ১০:২২এ এম

হাজারকে ইংরেজিতে ‘K’ দিয়ে বোঝানো হয় কেন?

হাজারকে ইংরেজিতে ‘K’ দিয়ে বোঝানো হয় কেন?
ad image
হাজার বুঝাতে ‘কে’ (k)-এর প্রচলন মূলত ইন্টারনেটের প্রভাবে জোরালো হয়েছে। এখন তো আমরা প্রতিদিনের কাজেও হাজার বোঝাতে ‘k’ ব্যবহার করে ফেলি। যেমন: কারো বেতন যদি ৩০ হাজার হয় তাহলে লেখা থাকে ‘৩০কে’। কিন্তু জানেন কি, কোথা থেকে এলো এই ‘k’? চলুন যেনে নেওয়া যাক -

গ্রিক শব্দে হাজার অর্থ ‘কিলিওই’ (Chilioi)। অর্থাৎ ১০০০ বোঝানোর জন্য গ্রিকরা ‘কিলিওই’ ব্যবহার করতেন। পরে এই এককটি ব্যবহার করতে শুরু করেন ফরাসিরাও।


ফরাসিদের হাতে এসে গ্রিক শব্দ ‘কিলিওই’ বদলে হয়ে যায় ‘কিলো’(KILO)। ক্রমে মেট্রিক সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন ফরাসিরা। ‘কিলো’কে ১০০০ হিসাবে লিখতে শুরু করেন। এটাকে চিহ্নিত করা হয় ইংরেজি ছোট হরফের ‘k’ দিয়ে।

ব্যবসা-বাণিজ্য প্রসারের সঙ্গে বিশ্বব্যাপী ১০০০ প্রচলিত হয়ে যায়। কিন্তু ১০০০-ও খুব বেশি দিন একই ভাবে টিকে থাকতে পারেনি। ১০০০ লিটার, ১০০০ গ্রামের বদলে ক্রমে প্রচলিত হয়ে ওঠে কিলোলিটার, কিলোগ্রাম, কিলোটনের মতো নতুন শব্দগুলি।


এই শব্দগুলি অনেকটাই বড়। সময় বাঁচাতে তাই ‘কে’ লেখা শুরু হয়। এতে ১০,০০০ হয়ে যায় ‘১০কে’, ২০,০০০ হয়ে যায় ‘২০কে’। আর তখন থেকেই হাজার বোঝাতে ‘কে’-এর প্রচলন শুরু হয়।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ