Murder: নীলফামারিতে নিজ বাসায় কাপড় ব্যবসায়ী খুন
নীলফামারীর সৈয়দপুরে নিজ বাসা থেকে রিয়াজ উদ্দিন (৬৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে শহরের কাজিরহাট এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত কমর উদ্দিনের পুত্র।শহরের শহীদ ডা. শামসুল হক সড়কের জামিল গার্মেন্টসের মালিক
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিরাতের মত নিহত রিয়াজ উদ্দিন ও তার স্ত্রী বাসার নিজ নিচতলায় আলাদা আলাদা রুমে ঘুমায়। চার ছেলে মেয়ে উপরের তলায় ঘুমায়।শুক্রবার সকালে পরিবারের সদস্যরা রুমে গিয়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নিহতের বড় ছেলে জামিল উদ্দিন জানান,আমার বাবা দীর্ঘদিন থেকে ডায়াবেটিস রোগের কারনে অসুস্থ হয়ে শয্যাশায়ী। তার কোন শত্রু নেই।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান,পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। এবং দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।