Jahidur Rahman - (Dhaka)
প্রকাশ ২৬/০১/২০২২ ০৪:২১পি এম

অলিভিয়ার এর সাথে ছয় বছর পর প্রোটিয়া টেস্ট দলে হার্মার

অলিভিয়ার এর সাথে ছয় বছর পর প্রোটিয়া টেস্ট দলে হার্মার
কাকতালীয় ঘটনা না ইচ্ছাকৃত সেটা দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা ভালো বলতে পারবে।
তবে, সেই দুইজন খেলোয়াড় কলপাক নিয়মে ইংল্যান্ডে থাকাকালীন বিভিন্ন ইন্টারভিউতে ইংল্যান্ডের জাতীয় দলের সেরা ও স্পিনার হবার স্বপ্নের কথা জানিয়েছিল তাদের দুইজনকে কলপাক সমাপ্তির পর পরই কলপাক ফেরতে প্রথম সুযোগেই জাতীয় টেস্ট দলে নিল।

তারা হলো ডুয়ানে অলিভিয়ার এবং সাইমন হার্মার। ছয় বছর পর জাতীয় দলে ফিরলেন তিনি। জর্জ লিন্ডে বিয়ের জন্য ছুটি চেয়েছিল বোর্ডের কাছে। আরেক স্পিনার সাবরায়েন ইনজুরিতে। তাই মহারাজের বিকল্প হিসেবে নিউজিল্যান্ড সফরে হার্মারকে ডাকলো নির্বাচকরা। নর্টজে সুস্থ না হওয়ায় সিপামলা সুযোগ পেয়েছে।

আগামী ২ই ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে দুই টেস্ট খেলতে যাবে দক্ষিণ আফ্রিকা। ভারতের সঙ্গে সফল হোম সিরিজের পর আত্মবিশ্বাসী থাকবে নিশ্চিত।

প্রোটিয়া টেস্ট স্কোয়াড নিউজিল্যান্ড সফর:

ডিন এলগার (অধিনায়ক, টাইটান্স), টেম্বা বাভুমা (সহ-অধিনায়ক, লায়ন্স), সারেল এরউই (ডলফিন), সাইমন হার্মার (টাইটানস), মার্কো জ্যানসেন (ওয়ারিয়র্স), কেশব মহারাজ (ডলফিন), এইডেন মার্করাম (টাইটানস), উইয়ান মুলদার (লায়ন্স), লুঙ্গি এনগিডি (টাইটান্স), ডুয়ান অলিভিয়ার (লায়ন্স), কিগান পিটারসেন (ডলফিন), কাগিসো রাবাদা (লায়ন্স), রায়ান রিকেল্টন (লায়ন্স), লুথো সিপামলা (লায়ন্স), গ্লেন্টন স্টুরম্যান (ওয়ারিয়র্স), রাসি ভ্যান ডের ডুসেন (লায়ন্স), কাইল ভেরেইন (উইকেট-রক্ষক, পশ্চিম প্রদেশ)

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ