JAKIR HOSSAIN - (Jashore)
প্রকাশ ২৬/০১/২০২২ ০৯:৩৩এ এম

Malaysia: মালয়েশিয়ায় বিল্ডিং থেকে পড়ে যশোরের যুবকের মৃত্যু

Malaysia: মালয়েশিয়ায় বিল্ডিং থেকে পড়ে যশোরের যুবকের মৃত্যু
মালয়েশিয়ায় ২৫তলা বিল্ডিং কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে যশোরের শার্শার সালাউদ্দিন শাওন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে মালয়েশিয়ায় জহুরবারু এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সালাউদ্দিন শাওন শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের খলিশাখালি গ্রামের মনিরুজ্জামানের ছেলে।

নিহতের পরিবার জানান,সংসারের সচ্ছলতা ফেরাতে ২০১৫ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান সালাউদ্দিন শাওন। সেখানে বিল্ডিংয়ের কাজ করতো সে। দীর্ঘ ৭বছর যাবত মালয়েশিয়া জহুর বারুতে থাকতো সালাউদ্দিন শাওন। এর মধ্যে সে একবারো দেশে আসেনি। ছুটি নিয়ে বাড়িতে আসার কথা থাকলেও সেটা আর হয়ে ওঠেনি।

প্রবাসে থাকাকালীন সময়ে ভালই চলছিল তাদের সংসার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। সোমবার সকালে ২৫ তলা বিল্ডিংয়ে কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে ঘটনাস্থলে সালাউদ্দিন শাওনের মৃত্যু হয়। পরে তার সহকর্মী বন্ধু আক্তার হোসেন সালাউদ্দিনের বাবার কাছে মুঠোফোনে মৃত্যুর বিষয়টি জানান।

এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে শাওনের মা কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন। সালাউদ্দিন শাওনের মরদেহ বাংলাদেশে আনতে প্রয়োজনীয় কাগজপত্র মালয়েশিয়ায় পাঠিয়েছেন বলে জানিয়েছেন নিহতের পরিবার। সালাউদ্দিন শাওনের অকাল মৃত্যুতে গোটা পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ