National University: গাজীপুরে জাতীয় বিশবিদ্যালয়ের প্রধান ফটকে অনার্স পরীক্ষার্থীদের মানববন্ধন
গাজীপুর মহানগরের গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্থগিত হওয়া চলমান পরীক্ষা শীগ্রই সম্পন্ন করার দাবীতে মঙ্গলবার সকালে জাতীয় বিশ^ বিদ্যালয়ের অধিভূক্ত অনার্স বিভিন্ন বর্ষের পরীক্ষার্থীরা মানববন্ধন করেন।
পরীক্ষার্থীরা জানান,করোনা প্রাদূর্ভাবের কারণে জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অনার্র্স বিভিন্ন বর্ষের স্থগিত হওয়া চলমান পরীক্ষা সম্পন্ন করার দাবীতে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। এতে নেতৃত দেন, অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার্থী উত্তরা টাউন মডেল কলেজের শরীফুল আলম, টঙ্গী সরকারী কলেজের রেজাউল করিম, কিরণ আহমেদ,ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের প্রিয়াঙ্কা সাহা, অনার্স ২য় বর্ষের পরীক্ষার্থী টঙ্গী সরকারী কলেজের মো. পারভেজ আলম প্রমূখ।
আন্দোলনরত পরীক্ষার্থীদের মানববন্ধনে জাতীয় বিশ^ বিদ্যালয়ের প্রক্টর মো. আকতারুজ্জামান এসে উপস্থিত হন এবং আগামী ৭ ফেব্রুয়ারী ২০২২ হতে স্থগিত পরীক্ষা নেয়ার আশ^াস দিলে আন্দোলনরত পরীক্ষার্থীরা তাদের কর্মসূচী স্থগিত ঘোষণা করেন।