Shitanshu Bhowmik Ankur - (Faridpur)
প্রকাশ ২৫/০১/২০২২ ০২:২০পি এম

covid 19: করোনায় আক্রান্ত ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান

covid 19: করোনায় আক্রান্ত ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান
ad image
করোনায় আক্রান্ত ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা। তিনি বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান নিজেই। এসময় তিনি সবার কাছে সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।
জানা গেছে, এসপি আলিমুজ্জামান পুলিশ সপ্তাহ উপলক্ষে করোনার নমুনা দেন। পরে পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, এসপি আলিমুজ্জামান করোনায় ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, বিনামূল্যে মাস্ক বিতরণ, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা, করোনায় মৃতদের দাফন ও সৎকারসহ বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ