Muslim Mia
প্রকাশ ২৫/০১/২০২২ ১২:১৭পি এম

Attack: সোনারগাঁয়ের মায়াদ্বীপে স্কুল বন্ধ করার উদ্দেশ্যে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা

Attack: সোনারগাঁয়ের মায়াদ্বীপে স্কুল বন্ধ করার উদ্দেশ্যে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা
ভয়াবহ সন্ত্রাসী হামলায় গত ২২ ই জানুয়ারি রাতে সোনারগাঁয়ের 'মায়াদ্বীপ শিশু পাঠশালা'র শিক্ষক মরিয়ম আক্তার পাখি, মো. রাশেদ, পাখির মা নাছিমা বেগম এবং তাঁর অন্য আরেক ভাই শরীফ; পাখির ১ বছর ৫ মাস বয়সী ছোট শিশু পারিশা-ও আহত হয়েছে্ন; পরে মধ্যরাতে সন্ত্রাসীরা তাদের ঘরে আগুন লাগিয়ে দেয়; আহতদের সবাই সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

এই সন্ত্রাসী হামলায় সোনারগাঁ থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে গতকাল রাতেই অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে । স্কুল শিক্ষকের বাড়িতে এই হামলার সঙ্গে জড়িত ছিল প্রায় ২৫ জন সন্ত্রাসী। যাদের নেতৃত্ব দেয় নুনেরটেকের বালুসন্ত্রাসী, হুন্ডি ও মাদক ব্যবসায়ী মো. হাশেম।

তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য সরকার, প্রশাসন ও সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করা হচ্ছে ।
অবিলম্বে সঠিক তদন্তপূর্বক সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ