KMP: কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর টুটপাড়া দিলখোলা রোডের মৃত. লুৎফর রহমানের ছেলে মো. বাবু (৪২),
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় খুলনা থানাধীন দিলখোলা রোডস্থ কাউয়ুম খানের বসতঘরের সামনে হতে ১০০ গ্রাম গাঁজাসহ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।