Nazrul
প্রকাশ ২৩/০১/২০২২ ১০:৪৭এ এম

Purnima: করোনায় আক্রান্ত ঢালিউডের মিষ্টি মেয়ে পূর্ণিমা

Purnima: করোনায় আক্রান্ত ঢালিউডের মিষ্টি মেয়ে পূর্ণিমা
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। শনিবার (২২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি জানান এই অভিনেত্রী নিজেই।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী তার পোস্টে লেখেন, পজিটিভ। সঙ্গে মুখে মাস্ক পরিহিত একটি ইমোজি যুক্ত করেছেন এই নায়িকা।

জানা গেছে, গত সপ্তাহে কিছুটা উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করান পূর্ণিমা। এর ফল পজিটিভ এসেছে আজ শনিবার। আপাতত বাসাতেই বিশ্রামে আছেন তিনি। তার শারীরিক অবস্থা বেশ ভালো।

দীর্ঘদিন পর গত বছরের ৩১ ডিসেম্বর মুক্তি পায় পূর্ণিমা অভিনীত নতুন একটি সিনেমা, নাম ‘চিরঞ্জীব মুজিব’। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন নেছার ভূমিকায় অভিনয় করেন তিনি। সিনেমাটি কেবল বগুড়ার মধুবন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ