DIU: সিভিল ক্লাবের শুভেচ্ছা বার্তা নব গঠিত ফার্মেসী ক্লাবকে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ফার্মেসী ক্লাব এর (জানু-জুন-২০২২) কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সভাপতি, ফার্মেসী বিভাগের 'ইলিয়াস আহমেদ' ও সাধারণ সম্পাদক একই বিভাগের অন্য শিক্ষার্থী 'মেহেদী হাসান' সহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের সদস্যগন।
বৃহস্পতিবার রাতে এক যৌথ বিবৃতিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি 'নাজমুল হাসান' ও সাধারণ সম্পাদক 'জোবায়েদ হোসেন' সহ সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ফার্মেসী ক্লাবকে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্ত ফার্মেসী ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলছে। পাশাপাশি ইউনিভার্সিটির বিভিন্ন উন্নয়ন ও শিক্ষার মান বাড়াতে অত্যন্ত নিষ্ঠার সাথে পরিবেশন করে চলেছে।’
নেতৃবৃন্দ বলেন, ‘নবগঠিত কমিটি এর ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা করি। সেই সাথে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে সর্বদা সচেষ্ট থেকে পেশাগত দায়িত্ব সততার সাথে পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।’
আজ সকালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসী ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২০ই জানুয়ারি সিভিল ক্লাবের দপ্তর সম্পাদক, শিপন সরকার এর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানানো হয়।