Qazi Anwar Hussain: মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন চিরনিদ্রায় শায়িত
মাসুদ রানার স্রষ্টা, দেশের রহস্য-রোমাঞ্চ সাহিত্যের পথিকৃৎ, প্রকাশনার সফল উদ্যোক্তা কাজী আনোয়ার হোসেনকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ বুধবার ৮৫ বছর বয়সে ইন্তেকালের পর আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীর কবরস্থানে মা সাজেদা খাতুনের কবরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত উপস্থিতি এবং সংক্ষিপ্তভাবে সম্পন্ন করা হয় তার অন্তিম বিদায় পালা। কাজী আনোয়ার হোসেনের শেষ ইচ্ছা ছিল মার কবরেই থাকবেন তিনি। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বারডেমের হিমঘর থেকে তার মরদেহ ২৪/৪ কাজী মোতাহার হোসেন সড়কের বাড়িতে নেওয়া হয়।