Criticism: মিঠাপুকুরে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অপরাধে মাসুদ রানা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে মিঠাপুকুর পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার চিথলী দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়ী হতে তাকে গ্রেফতার করা হয়।
মাসুদ রানা উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোসাইহাট বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের হয়েছে। মাসুদ রানা নিজের ব্যক্তিগত আইডি হতে বিভিন্ন সময় ধর্ম ও রাস্ট্র নিয়ে বিদ্বেষমূলক ও উস্কানী ছড়ানোর চেষ্টা করে আসছিলো বলে পুলিশ জানিয়েছে।
রংপুর জেলা সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামারুজ্জামান জানান, মাসুদ রানা দির্ঘদিন ধরে নিজ নামে ফেসবুক আইডিতে উস্কানীমূলক অপপ্রচার চালিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার ইসলাম ধর্ম নিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি অবমাননাকর পোস্ট দেন। বিষয়টি নজরে এলে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে।