Nazrul
প্রকাশ ২০/০১/২০২২ ০২:৫২পি এম

Sania Mirza: টেনিসকে বিদায় জানালেন সানিয়া মির্জা

Sania Mirza: টেনিসকে বিদায় জানালেন সানিয়া মির্জা
ad image
ভারতে মেয়েদের টেনিসে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন ৯১ সপ্তাহ। জিতেছেন ছয়টি গ্র্যান্ড স্লামও। তবে বয়স ৩৫ বছর পেরিয়ে যাওয়ায় ছন্দ হারিয়েছেন সানিয়া মির্জা। সিঙ্গলসে সর্বোচ্চ ২৭ নম্বরে উঠেছিলেন সানিয়া।

এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও পদক রয়েছে তার। শেষ বার গ্র্যান্ড স্ল্যাম পেয়েছিলেন ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে, মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে। সানিয়ার সবচেয়ে বেশি সাফল্য হিঙ্গিসের সঙ্গেই।

এর পরই সানিয়ার সিদ্ধান্ত, যথেষ্ট হয়েছে। এই মৌসুম শেষেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে সানিয়া বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি কোর্টে এটাই আমার শেষ মৌসুম। প্রতি সপ্তাহ ধরে এগোতে চাই। নিশ্চিত নই পুরো মৌসুম খেলতে পারব কি না, তবে চেষ্টা করব। ’

মা হওয়া আর করোনার কারণে কোর্টের বাইরেও ছিলেন দীর্ঘদিন। অস্ট্রেলিয়ান ওপেনে নাদিয়া কিচনেকের সঙ্গে জুটি বেঁধে প্রথম রাউন্ডেই ৬-৪, ৭-৬ গেমে হারলেন কাজা জুভান-তামার জিদনেস্ক জুটির কাছে।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ