বীরমুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরশহরের ঈদগাঁও পাড়ার বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী (৭৮) ১৯শে জানুয়ারী২২ইং রোজ বুধবার সকাল ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন৷তিনি স্ত্রী ও পাঁচ ছেলে সহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।ঐদিনই বিকাল ৩টায় তার রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন হয়।
এ সময় সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ,আ'লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান,থানা পুলিশ ও সংবাদকর্মীরা সহ অনেকেই উপস্থিত ছিলেন। জানাযা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়।