Abu Sadek Muhammad Nayeem - (Chattogram)
প্রকাশ ১৯/০১/২০২২ ০৪:৪৩পি এম

Food Minister: দেশের রিকাশাচালকরাও চিকন চাল খায়-খাদ্যমন্ত্রী

Food Minister: দেশের রিকাশাচালকরাও চিকন চাল খায়-খাদ্যমন্ত্রী
দেশে চালের কোনো হাহাকার নেই, দেশে এখন রিকশাওয়ালারাও সরু চাল খায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার (১৯ জানুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের বাজারে চালের কোনো হাহাকার নেই। দেশে চালের উৎপাদন হচ্ছে। দেশে এখন রিকশাওয়ালারাও সরু চাল খায়। কিছু বড় বড় গ্রুপ ও কোম্পানী বাজার থেকে সরু চাল কিনে প্যাকেটজাত করে বিক্রি করার কারণে দাম বেড়েছে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, আগামীকাল থেকে ১ হাজার ৭৬০ ডিলারের মাধ্যমে সারাদেশে ওএমএস’র মাধ্যমে চাল বিক্রি করা হবে। এ সময় আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রফতানির বিষয়টি মাথায় রেখে স্থানীয় পর্যায়ে সমন্বয় করতে বিভিন্ন জেলার ডিসিদের নির্দেশ দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

কৃষি মন্ত্রী বলেন, ফসলের দাম মাঠ থেকে ঢাকায় এসে কেনো বড় ফারাক হবে তা দেখতে হবে ডিসিদের। এটা নিয়ে মাঠ পর্যায়ে স্টাডি করার নির্দেশ দেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ