Winter clothes: ৪নং সুয়ালক ইউনিয়নে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ!
বান্দরবান জেলার ৪নং সুয়ালক ইউনিয়নে ৪শত ৬০ টি শীত কম্বল অসহায়,দুস্থ,শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ১৯ শে জানুয়ারি বুধবার সকালে ইউনিয়ন পরিষদে প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের সচিব ক্যমংহলা মার্মা,২নং ওয়ার্ডের মেম্বার মোঃ জসিম উদ্দিন,১নং ওয়ার্ডের মেম্বার মোঃ ছফুর,৫নং ওয়ার্ডের মেম্বার শৈক্যহ্লা মারমা সহ ইউনিয়ন পরিষদের প্যানেলের সকল সদস্য বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা বলেন বিগত সময়েও আমরা ইউনিয়ন পরিষদের অন্তগত অসহায় জনসাধারণের পাশে ছিলাম,আগামীতেও এই দ্ধারা অব্যাহত থাকবে।
ইউনিয়ন পরিষদের সুত্রে জানানো হয় ইউনিয়নের ৪ শত ৬০ টি পরিবারের মাঝে উপজেলা পরিষদের বরাদ্দকৃত শীত কম্বল স্থানীয় অসহায়,শীতার্তদের মাঝে বিতরনের ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।