কুমিল্লায় ১০ বছরের কিশোরী নিখোঁজ
কুমিল্লা সেনানিবাসের টিপরা বাজার এলাকা থেকে মরিয়ম নামের ১০ বছরের এক কিশোরী নিখোঁজ রয়েছে। সে মানসিকভাবে সর্ম্পূণ সুস্থ্ না। মরিয়ম ভোলা জেলার দৌলতখানের দক্ষিণ জয় নগরের বাবুল মিয়ার মেয়ে। মেয়েটিকে ময়নামতি সেনানিবাসের সম্মুখস্থ টিপরা বাজার এলাকা হতে ১৮ জানুয়ারি ২০২২ তারিখ সকাল হতে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মেয়েটির গায়ের রং শ্যাম বর্ণ, মুখমন্ডল-গোলাকার, উচ্চতা-৪ ফুট ৬ ইঞ্চি, পড়নে ছিলো নীল রংয়ের জামা। কোন স্বহৃদয় ব্যক্তি মেয়েটির সন্ধান পেলে মোবাইল নং‐০১৭১৭০৬৮৩৮৬’তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।