Maruf Hossen - (Jashore)
প্রকাশ ১৮/০১/২০২২ ০৩:৪৮পি এম

Lewandowski: মেসির সেরা নেইমার, রোনালদোর লেভানডফস্কি

Lewandowski: মেসির সেরা নেইমার, রোনালদোর লেভানডফস্কি
ad image
সমর্থকদের ভোট তো বরাবরই প্রিয় তারকাদের দিকেই যায়। মানুষের আগ্রহ থাকে জাতীয় দলের অধিনায়কের ভূমিকায় থাকা বিভিন্ন ফুটবল তারকা কাদের ভোট দিলেন, সেটা জানার।

ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, লেভানডফস্কি, নেইমাররা কাদের ভোট দিচ্ছেন, সেটা জানার আগ্রহ তো থাকেই। এবারের ভোটেও অস্বাভাবিক কিছু হয়নি। নিজেদের সেরা তিনে মেসি বা রোনালদো চিরপ্রতিদ্বন্দ্বীদের রাখেননি। এবার কোচ ও অধিনায়কদের চোখে সেরা ছিলেন বায়ার্ন মিউনিখের লেভানডফস্কি। তেমন একজন অধিনায়ক রোনালদো।

পর্তুগালের অধিনায়ক হিসেবে নিজের প্রথম ভোটটা তিনি লেভাকেই দিয়েছেন। রোনালদোর চোখে দ্বিতীয় সেরা চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা মিডফিল্ডার এনগোলো কান্তে। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ইতালির হয়ে ইউরো জেতা জর্জিনিও রোনালদোর চোখে তৃতীয় সেরা। এদিকে কদিন আগেই ব্যালন ডি’অর জিতেছেন মেসি।

তখন মঞ্চে উঠে বলেছেন লেভানডফস্কির ২০২০ সালের পারফরম্যান্সের জন্য ব্যালন ডি’অর পাওয়া উচিত। ২০২১ সালে লেভার পারফরম্যান্সে সম্ভবত সন্তুষ্ট নন মেসি। কারণ, তার চোখে লেভা তো সেরা ননই, এমনকি তিনেও জায়গা পাননি পোলিশ স্ট্রাইকার। মেসির চোখে সেরা নেইমার! দুইয়ে আছেন আরেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় সেরা হিসেবে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমাকে বেছে নিয়েছেন মেসি।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ