Maruf Hossen - (Jashore)
প্রকাশ ১৮/০১/২০২২ ০৩:২৯পি এম

পৃথিবীর দীর্ঘতম যুদ্ধ চলে ৩৩৫ বছর: যে যুদ্ধে আহত হয়নি একজনও!

পৃথিবীর দীর্ঘতম যুদ্ধ চলে ৩৩৫ বছর: যে যুদ্ধে আহত হয়নি একজনও!
ad image
যুদ্ধ চলে একটানা ৩৩৫ বছর। গুলি ছোড়া হয়নি একটিও। আহত বা নিহত হয়নি একজনও। ৩৩৫ বছরের এ যুদ্ধটি হয়েছিল সংযুক্ত নেদারল্যান্ডস ও সিসিলি দ্বীপপুঞ্জের মধ্যে।

উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় শান্তি চুক্তি না হওয়ায় এই যুদ্ধটি বছরের পর বছর ধরে চলছিল। যদিও উভয় পক্ষ থেকে একটি গুলিও ছোঁড়া হয়নি ও একজন মানুষও হতাহত হয়নি।

এজন্য এই যুদ্ধকে রক্তপাতহীন যুদ্ধ ও পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের একটি হিসেবে অবহিত করা হয়। অবশেষে ১৬৫১ সালে শুরু হওয়া এ যুদ্ধ ১৯৮৬ সালে শান্তি চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অবসান হয়।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ