Maruf Hossen - (Jashore)
প্রকাশ ১৮/০১/২০২২ ১২:২৩পি এম

শুধু লাইনে দাঁড়ালেই আয় সাড়ে ১৮ হাজার টাকা

শুধু লাইনে দাঁড়ালেই আয় সাড়ে ১৮ হাজার টাকা
ad image
অবাক হওয়ার মতো হলেও সত্য যে প্রতিদিন সাড়ে ১৮ হাজার টাকা পর্যন্ত আয় করেন এক যুবক। জানা গেছে, লাইনে দাঁড়াতে চান না এমন ধনী ব্যক্তিদের হয়ে লাইনে দাঁড়ান লন্ডনের এক ব্যক্তি। এজন্য ঘণ্টা প্রতি ২০ পাউন্ড করে নেন তিনি।

ওই ব্যক্তির দাবি তিনি একদিনে ১৬০ পাউন্ড বা প্রায় ১৮ হাজার ৭৪৭ টাকা আয় করেন। ৩১ বছর বয়সী এই যুবকের নাম ফ্রেডি বেকিট। তিনি বলেন, লাইনে দাঁড়াতে গেলে অনেক ধৈৰ্য্যশীল হতে হয়। লাইনে দাঁড়িয়ে থাকা ওই ৮ ঘণ্টা সময় জায়গা থেকে খুব একটা নড়াচড়ার সুযোগ পাই না।

ফুলহ্যামের এই বাসিন্দা বলেন, অ্যাপোলো থিয়েটারে পারফরমেন্সের মতো বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের জন্য যখন লাইনে দাঁড়াই, সেটি আমার কাছে সবচেয়ে ভালো দিনগুলোর একটি। দ্য সানকে বেকিট বলেন, আমি ভিঅ্যান্ডএ’র ক্রিশ্চিয়ান দিওর এক্সিবিশনে ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য ৮ ঘণ্টা দাঁড়িয়ে থাকার চাকরি করি। এই লাইন তিন ঘণ্টায় শেষ হয়ে যায়। কিন্তু যারা তাকে লাইনে দাঁড়াতে বলেন, তারা তাদের জন্য বেকিটকে অপেক্ষাও করতে বলেন। এই তরুণ বলেন, এই পুরোটা সময় আমি জাদুঘরে ঘুরে বেড়াই এবং এজন্য টাকাটা তারাই দিয়ে দেয়। এটা দারুণ।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ