Nazrul
প্রকাশ ১৫/০১/২০২২ ০৯:২৯এ এম

singer Nancy: আবারও মা হচ্ছেন ন্যান্সি

singer Nancy: আবারও মা হচ্ছেন ন্যান্সি
ad image
আবারও মা হতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিয়ের ছয় মাসের মাথায় এমন সুখবর জানালেন গায়িকা নিজেই। বৃহস্পতিবার একটি ভিডিওর মাধ্যমে খবরটি প্রকাশ্যে এনেছেন তিনি।

গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। অনাগত সন্তানের নাম রেখেছেন মেহনাজ।

মহসীন মেহেদীর সঙ্গে আংটি বদল থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়ার জার্নির কিছু স্থিরচিত্র দিয়ে ভিডিও বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন গায়িকা।

গণমাধ্যমে এ গায়িকা বলেন, ‘নতুন করে আবার মা হতে পারব, এটা কল্পনাও করিনি। কারণ আমার আগের দুটি সন্তান জন্মের সময় কিছু জটিলতা ছিল। তখন ডাক্তার জানিয়েছিলেন, আমি আর মা হতে পারব না। কিন্তু সেই অনিশ্চয়তা কাটিয়ে আবার মা হচ্ছি, এই আনন্দ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না।’

এটি হতে যাচ্ছে ন্যান্সির তৃতীয় সন্তান। এর আগের দুই সন্তানের নাম রোদেলা ও নায়লা।

উল্লেখ্য, গানের সুবাদেই মহসীন মেহেদীর সঙ্গে সম্পর্ক হয় ন্যানসির। মেহেদী একজন গীতিকার, পাশাপাশি অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন। ভালোবাসাকে পরিণতি দিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ