ফরিদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ফরিদপুরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের আয়োজনে শীতার্ত দরিদ্র তিনশত পঞ্চাশজনের মাঝে শীত নিবারণ বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪.৩০ টায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের অফিসে বিভিন্ন মাদ্রাসা ও দরিদ্র পরিবারের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাসলিমা আলী, আল আরাফাহ ইসলামী ব্যাংকের খুলনা জোনের জোনাল হেড ও এসভিপি মোঃ মজিবর রহমান ও আল আরাফাহ ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক ও এভিপি মুহাম্মদ আব্দুশ শুকুর।
মজিবর রহমান জানান, সারাদেশ ব্যাপী আল আরাফাহ ইসলামী ব্যাংক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে। তাছাড়া আল আরাফাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ সরকারকেও শীতার্তদের জন্য কম্বল দিয়ে থাকে। তিনি আরও জানান, আল আরাফাহ ইসলামী ব্যাংক নারীদের আত্মনির্ভরশীল করতে নানামুখি প্রকল্প চালু করেছে। যা চলমান রয়েছে। মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য আল আরাফাহ ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রকল্প চালু আছে। এই শিক্ষাবৃত্তি গ্রহণ করে মেধাবী শিক্ষার্থীরা তাদের ভবিষ্যত গড়ে নিতে পারবে।