Corona Update: দেশে করোনায় আরও ১২ জনের মৃত্যু,শনাক্ত ৩ হাজার ৩৫৯ জন
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল বুধবার দেশে করোনায় চারজনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু তিন গুণ বেড়েছে।
২৪ ঘণ্টায় ২৭ হাজার ৯২০ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৩৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জন।
আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।