Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৩/০১/২০২২ ০৭:৫১পি এম

Corona India: ভারতে একদিনে আড়াই লাখ করোনা রোগী শনাক্ত

Corona India: ভারতে একদিনে আড়াই লাখ করোনা রোগী শনাক্ত
ad image
হু হু করে বাড়ছে ভারতে করোনা সংক্রমণ । একদিনে গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় আড়াই লাখ মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে জানা যায়, ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৪৭ হাজার ৪১৭ জন। যা আগের দিনের চেয়ে ২৭ শতাংশ বেশি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্তের পাশাপাশি গত এক দিনে আরও ৩৮০ জনের মৃত্যু হওয়ায় মহামারীতে ভারতে মৃত্যুর মোট সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জনে পৌঁছাল।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হারও এক দিনের ব্যবধানে সাড়ে ১১ শতাংশ থেকে বেড়ে ১৩ দশমিক ১১ শতাংশে পৌঁছেছে। যা গত মে মাসের পর সর্বোচ্চ।

ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখে পৌঁছেছে। যাদের মধ্যে ওমিক্রন ধরনে শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮৮ জনের মধ্যে। বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১১ লাখ ১৭ হাজার ৫৩১ জন, যা মোট সংক্রমিতের ৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ