Murder and Suicide: স্ত্রীকে খুন করে বৃদ্ধের আত্মহত্যা
সিলেটের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার টানমেউহারী গ্রামে স্ত্রীকে হত্যা করে আত্নহত্যা করেছেন বাচ্চু মিয়া (৫৭) নামের এক ব্যক্তি। নিহত স্ত্রীর নাম স্বাধীন আক্তার,বয়স ৫০।
পুলিশ ও স্থানীয়রা জানায়,স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। স্বামী বাচ্চু মিয়া জুয়া খেলার অভ্যাস ছিলো। মঙ্গলবার(১১ জানুয়ারি) রাতের খাবার খেয়ে স্বামী স্ত্রী উভয়েই বসত ঘরে শোয়ে থাকেন।
আজ বুধবার(১২ জানুয়ারি) বিকেল পর্যন্ত তারা ঘুম থেকে জেগে না ওঠায় পরিবারের লোকজন ঘরের বেড়ার ফাঁকে উকি দিয়ে দেখেন বাচ্চুর মিয়ার ঝুলন্ত লাশ ও রুমের এক কোনে স্বাধীন আক্তারের মরদেহ পড়ে থাকতে। বিষয়টি ধর্মপাশা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার প্রক্রিয়া শুরু করেছে।
পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে খুন করার পর স্বামী আত্মহনন করে। দূর্গম এলাকায় পুলিশ গিয়ে লাশ উদ্ধারের কাজ করছে। বৃহস্পতিবার(১৩ জানুয়ারি) ময়না তদন্তের জন্য মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।