Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১১/০১/২০২২ ০৩:৪৫পি এম

Bidya Sinha Mim: মিমের স্বামী ও বাবা করোনায় আক্রান্ত,হানিমুন বাতিল

Bidya Sinha Mim: মিমের স্বামী ও বাবা করোনায় আক্রান্ত,হানিমুন বাতিল
ad image
মদেল ও অভিনেত্রী বিদ্য সিনহা মিমের স্বামী সনি পোদ্দার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । সেই সাথে তার বাবা ও করোনা পজিটিভ । আজ মঙ্গলবার মিম নিজেই তার স্বামীর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তাদের হানিমুনে যাওয়ার পরিকল্পনাও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মিম।

মিম বলেন, ‘সনি করোনায় আক্রান্ত, বর্তমানে কোয়ারেন্টাইনে আছে। তবে শারীরিকভাবে সুস্থ আছে।’

মিম আরও বলেন, আমার বাবা ও সনির করোনা পজিটিভ এলেও আমার ছোট বোনের করোনা নেগেটিভ এসেছে, সে এরই মধ্যে কানাডায় চলে গেছে। আমার আর মায়েরও নেগেটিভ এসেছে। তবে করোনা পজিটিভ হলেও দুজনের জটিল কোনো সমস্যা নেই। বিয়ের অনুষ্ঠানের পর দুই পরিবারের বেশির ভাগ মানুষের ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে সবারই করোনা পরীক্ষা করানো হয়।

এক সপ্তাহ আগে বিয়ের পিঁড়িতে বসেন মিম। বিয়ে নিয়ে নানা লুকোচুরির পর আগামী ১৫ জানুয়ারি স্বামীকে নিয়ে সাংবাদিকদের সামনে আসার ঘোষণা দেন তিনি। কিন্তু এ অনুষ্ঠান বাতিল করেছেন।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ