NAZGIR AHMMAD - (Barguna)
প্রকাশ ১১/০১/২০২২ ০১:৪৭পি এম

Barguna: সাংবাদিকদের মধ্যস্থতায় লাঞ্ছিত হকারের ক্ষতিপূরণ আদায়

Barguna: সাংবাদিকদের মধ্যস্থতায় লাঞ্ছিত হকারের ক্ষতিপূরণ আদায়
বরগুনার পূবালী -১ লঞ্চের সদস্য মোঃদুলাল ও অনান্য কর্মচারীদের নিয়ে বরগুনার সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ১১ জানুয়ারি ২০২২ দুপুরের পূর্বে আলোচিত বৃদ্ধ হকার মোঃজলিল লাঞ্ছনার ঘটনার ক্ষতিপূরণ আদায় হয়েছে।

হকার জলিলকে মারধরের বিপরীতে লঞ্চ কর্মচারীরা তার কাছে ক্ষমা চেয়েছে এবং তার ব্যবসার ক্ষতি সাধনের জন্য তাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়েছে। এটি সামাজিক মাধ্যমের একজন গণমাধ্যমকর্মীর ফেসবুক আইডির মাধ্যমে প্রকাশ হয়েছে।

এই মধ্যস্থতায় উপস্থিত ছিলেন বরগুনার দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক জনাব মোশারফ হোসেন, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহ আলী, এসএ টিভির সাংবাদিক তালুকদার মোহাম্মদ মাসুদ, বাংলাভিশন এর জেলা প্রতিনিধি স্বপ্ন ও অনান্য।

উল্লেখ্য, ০৮ জানুয়ারি ২০২২ বরগুনা-ঢাকা রুটের পূবালী - ১ লঞ্চে বরগুনার লবনগোলা এলাকার বৃদ্ধ হকার মোঃজলিল কে লাঞ্ছিত করবার অভিযোগ পাওয়া গিয়েছে লঞ্চ কর্মচারীদের বিরুদ্ধে , যা সোস্যাল মিডিয়ায় খুব সাড়া ফেলেছিল।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ