Md.Shahidul Islam - (Bandarban)
প্রকাশ ১০/০১/২০২২ ০৬:৪৭পি এম

বান্দরবানের সাথে রোয়াংছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবানের সাথে রোয়াংছড়ির সড়ক যোগাযোগ বন্ধ
ad image
বান্দরবান জেলা সদরের সাথে রোয়াংছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।স্থানীয় সুত্রে জানাযায় রোয়াংছড়ি উপজেলার সড়কের হানসামা পাড়া এলাকায় নোয়াপতং খালের উপর নির্মিত পুরানো বেইলী ব্রিজের সংযোগ এর পাটাতন সরে পড়ার ফলে বান্দরবানের সাথে রোয়াংছড়ি উপজেলার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বালু বোঝাই ট্রাক বান্দরবান থেকে রোয়াংছড়ির উদ্দেশ্য আসছিল। ওই বালু বোঝাই ট্রাকটি হানসামা পাড়া এলাকায় পৌঁছে ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজটির এক পাশ থেকে পাটাতন ভেঙ্গে পড়ে গেছে।

তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।হানসামা পুলিশ ফারির ক্যাম্পের আইসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বান্দরবান থেকে বালু বোঝাই ট্রাক রোয়াংছড়ির উদ্দেশ্য যাচ্ছিলেন। হানসামা এলাকায় পৌঁছে বেইলি ব্রিজের উপর যাওয়ার সময় ব্রিজটির মাঝখান থেকে দুইটি পাতাটন সরে গিয়ে পড়ে গেছে। তবে কোন হতাহত হয়নি।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ