Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৯/০১/২০২২ ০৪:২০পি এম

Bidya Sinha Saha Mim: হেলিকপ্টারে উড়ে শ্বশুর বাড়িতে মিম !

Bidya Sinha Saha Mim: হেলিকপ্টারে উড়ে শ্বশুর বাড়িতে মিম !
বিয়ের পর সনি পোদ্দারকে নিয়ে আগামী ১১ জানুয়ারি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে মালদ্বীপে উড়ে যাওয়ার কথা ছিলো বিদ্যা সিনহা মিমের। তার আগেই গত শুক্রবার শ্বশুর বাড়িতে উড়ে যান ঢাকাই ছবির এই নায়িকা। সেখানে নতুন বউকে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিলেন সবাই। একদিন থেকে ঢাকায় ফিরেও এসেছেন তিনি।

মিম জানিয়েছেন, প্রথমবার শ্বশুরবাড়ি ভ্রমণ স্মরণীয় করে রাখতে যানবাহন হিসেবে বেছে নিয়েছেন হেলিকপ্টার। এ যাত্রায় মিমের সঙ্গে ছিলেন তার বাবা, মা, ছোট বোন, মামা, মামাতো বোন ও ফটোগ্রাফার। ঢাকা থেকে উড়াল দিয়েছেন কুমিল্লা শহরের ঈদগাহ ময়দানে। সেখানে থেকে গাড়িতে শ্বশুরবাড়ি।

শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরেই নতুন সংসার প্রসঙ্গে মিম বলেন, ‘আমার নতুন পরিবার খুব ভালো, আমার মতই আরকি... আমার কাছে তাই আলাদা করে কিছু মনে হচ্ছে না।’

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ