Md.Shahidul Islam - (Bandarban)
প্রকাশ ০৯/০১/২০২২ ০২:৫৫পি এম

Bandarban: নারী উদ্যোক্তাদের আনন্দ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত!

Bandarban: নারী উদ্যোক্তাদের আনন্দ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত!
বান্দরবান জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় তৃনমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প,বান্দরবান সদর প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ৭ দিন ব্যাপি নারী উদ্যোক্তাদের আনন্দ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ৮ই জানুয়ারি শনিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের প্রঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।জোহরা বেগম চৌধুরী,চেয়ারম্যান,জাতীয় মহিলা সংস্থা,বান্দরবান পার্বত্য জেলার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম চেমন আরা তৈয়ব,সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান,জাতীয় মহিলা সংস্থা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনোয়ারা বেগম,প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব,তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিউম নাহার বেগম,এন.ডি.সি নির্বাহী পরিচালক,অতিরিক্ত সচিব,জাতীয় মহিলা সংস্থা,অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি।এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলার নারী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের অগ্রগতিকে আরো বেশি বেগবান করার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি গ্রহন করেছে।দেশের অর্থনীতিতে নারীদের আরো বেশি সম্পৃক্ত করার মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন আরো বেশি তরান্বিত হবে।এ ধরনের মেলার আয়োজনের মাধ্যমে নতুন উদ্যোক্তা গঠনে নারীদের উদ্ভুদ্ধ করবে।সমাপনী অনুষ্ঠান শেষে মেলায় আগত অতিথি ও দর্শনার্থীদের বিনোদনের আঞ্চলিক শীল্পিদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ