Nazrul
প্রকাশ ০৮/০১/২০২২ ০৯:৫৬এ এম

করোনায় আক্রান্ত হলেন শ্রীলেখা

করোনায় আক্রান্ত হলেন শ্রীলেখা
ad image
পশ্চিমবঙ্গে একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন মহামারি করোনায়। জিৎ গঙ্গোপাধ্যায়,সৃজিত মুখোপাধ্যায়,রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে পার্ণো মিত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, দেব, রুক্মিনী মৈত্র ইতোমধ্যেই কোভিড পজেটিভ হয়েছেন।

এবার সে দলে যুক্ত হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বুধবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান মিমি।

শুক্রবার শ্রীলেখা প্রথমে নিজের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘আমার রিপোর্টের অপেক্ষায় রয়েছি। এরকম অপেক্ষা বোধহয় কোনো বয়ফ্রেন্ডের জন্যও করিনি। ’

কিছুক্ষণ পরেই ফের পোস্ট করে জানান, তিনি কোভিড পজিটিভ। এরপর ফেসবুক লাইভও করেন অভিনেত্রী।

লাইভে লাস্যময়ী সাহসী এই অভিনেত্রী বলেন, তিনি ভাবেননি যে তার রিপোর্ট পজিটিভ আসবে। কারণ তেমন কোনো উপসর্গ ছিল না শরীরে। এরপরই যোগ করেন করোনায় রাজ্যের শিক্ষা আর স্বাস্থ্য পরিষেবার ক্রমেই অবনতি হচ্ছে। এর মধ্যে গঙ্গাসাগর মেলা আয়োজন করা নিয়েও কটাক্ষ করেন তিনি।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ