Kishoreganj: কুলিয়ারচর পৌর আ. লীগের আহবায়ক কমিটি গঠন
কিশোরগঞ্জের ভৈরব-কুলিয়ারচরের মাননীয় এমপি নাজমুল হাসান পাপনের সার্বিক নির্দেশনায় কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে উক্ত আহবায়ক কমিটি গঠন করা হয়।
কুলিয়ারচর কোল্ড স্টোরেজে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন গিয়াসকে আহবায়ক ও কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেলকে যুগ্ম-আহবায়ক করে ১১সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম ক্বারী চতুর্থ ধাপে অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে পৌর আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করায় এ পদটি শূণ্য হওয়ায় ও কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ায়। স্থানীয় সাংসদের নির্দেশনায়, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি এই আহবায়ক কমিটি ঘোষণা করেন।