Sheikh Rubel - (Tangail)
প্রকাশ ০৬/০১/২০২২ ০৮:৫১পি এম

Accident: বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

Accident: বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর
টাঙ্গাইল ঘাটাইলে সড়কে মুখোমুখি সংঘর্ষে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঘাটাইল উপজেলার সাগরদিঘি আঞ্চলিক মহাসড়কের চেচুয়া শহরগোপীনপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সাগরদিঘি গ্রামের আব্দুল মান্নানের ছেলে আসাদুল ইসলাম (২২) ও শহরগোপীনপুর গ্রামের হারুন মুন্সির ছেলে ফরিদ উদ্দিন (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় এক প্রতিবেশীর বিয়ের বরের সহযাত্রী হয়ে আসাদুল ও ফরিদ মোটরসাইকেলযোগে দাওয়াত খেতে যান। দাওয়াত খাওয়া শেষে তারা বাড়ি ফিরছিলেন। ঘাটাইল উপজেলার চেচুয়া এলাকায় পৌঁছালে মুড়িবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহত আসাদুল প্রাইম এশিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক শেষবর্ষের ছাত্র ছিলেন। নিহত ফরিদ উদ্দিন একজন হাফেজ ও সাগরদিঘির স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ