Nazrul
প্রকাশ ০৬/০১/২০২২ ০৮:৫১এ এম

Nusrat Imroz Tisha: কন্যা সন্তানের মা হলেন তিশা

Nusrat Imroz Tisha: কন্যা সন্তানের মা হলেন তিশা
ad image
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা কন্যাসন্তানের মা হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।

অভিনেত্রী তিশা নিজেই ফেসবুকে এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, মা ও মেয়ে দুজনই ভালো আছেন। ফেসবুকে বুধবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৯টায় লিখেছেন, ‘খোদার বাগান থেকে সে আজ রাত ৮টা ২৭ মিনিটে বাবা-মায়ের ঘরে ভ্রমণ করেছে। আলহামদুলিল্লাহ।’

তিশা জানান, তাদের কন্যার নাম দিয়েছেন ইলহাম নুসরাত ফারুকী। ভালোবেসে ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

দীর্ঘ এক যুগ ধরে হাসিমুখে সংসার করে যাচ্ছেন তারা। গেল বছরের ২৮ ডিসেম্বর মা হওয়ার কথা গণমাধ্যমকে নিজেই জানান তিশা। সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ইমরোজ তিশা দুটো ছবি পোস্ট করে।


তিশা লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- ‘আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন?’ ‘আমি কেন সবকিছুতে অনুপস্থিত?”

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ