Culiarchar: কুলিয়ারচরে কেক কেটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকাল কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসানের সার্বিক নির্দেশনায়, দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে কুলিয়ারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ নেতা মোঃ মোবারক হোসেন রানা সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান জজ, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান সবুজ, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান (হাবিব), সাবেক ছাত্র নেতা প্রবাসী ফ্রেন্ডস ফোরামের সভাপতি আমেরিকা প্রবাসী মোঃ কামাল হোসেন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ইমন, শাহবাজ আহম্মেদ রুবেল, আরাফাত রহমান, এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী সুশান্ত ভৌমিক, পৌর ছাত্রলীগ নেতা মোঃ শাওন, মোঃ লাদেন মিয়া, মোঃ লূফর রহমান ইমন ও রুবেল চন্দ্র দাস, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা পলাশ, মনির হোসাইন রুমেল, পাপ্পু, উছমানপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন, রামদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা কাজী, ছয়সুতী ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুজন, সালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়া, ফরিদপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা হৃদয়, রনি সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কেটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা দ্রুততম সময়ের মধ্যে ছাত্রলীগের কমিটি করে, ছাত্রলীগকে আরও গতিশীল করার আহবান জানান।