MHM: বাংলাদেশ এমএইচএম স্কুল অসামান্য ফলাফল অর্জন করেছে
মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ অসামান্য ফলাফল অর্জন করেছে। মোট ৭৬ জন শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় অংশ নিয়েছিল এবং স্কুলটি ৯৭.৩৭% পাস করেছে এবং ২২ জন পরীক্ষার্থী জিপিএ- ৫.০০ পেয়েছে এবং মোট ৩২ জন শিক্ষার্থী জিপিএ- ৪ বা তার বেশি পেয়েছে।
এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে জাহিন তাসনিম, সামিয়া রহমতউল্লাহ, জাহরা জারিন, আয়েশা, তাসফিয়া, মারিয়া আব্দুল বারী, জয়নব মনি, ফারিহা তামান্না শাজ, আয়েশা সেদ্দিকা, সায়মা আক্তার, মাইশা জামান, নাঈমা সুলাইমান চৌধুরী, আবদুল্লাহ, তাসীন কাদন, তাসফিয়া, ফারুক, ফারুক প্রমুখ। তাসনিম হাসান সাকিব, মোহাম্মদ আলী ওয়াহির, ওয়াসিফ মাহমুদ তালুকদার, হামিদুল ইসলাম, তাহসিন নূর নাফি, ইন্তেসার মাহমুদ, তাহসিনা আফরিন নাদিয়া জিপিএ-৫.০০ পেয়ে শীর্ষস্থানীয় হয়েছেন।
বিদ্যালয়ের পরিচালক লে. মোঃ আনোয়ার খুরশীদ (অব.), এমবিএ, এমন একটি চমৎকার ফলাফল করার জন্য সকল পরীক্ষার্থীদের স্বাগত জানিয়েছেন।
নিউজ সূত্রঃ The Peninsula Qatar.