Drugs: বান্দরবানে ৫ টি মাদক মামলায় জব্দকৃত আলামত ধংস!
বান্দরবানে বিভিন্ন সময়ে আটককৃত ৫ টি মামলায় জব্দকৃত আলামত ধংস করা হয়েছে। আলামত সমূহের মধ্যে ৪ টি বিভিন্ন মামলায় আটককৃত ইয়াবা,যার পরিমান ৪৩০০ পিস যার বাজার মূল্য ১২ লক্ষ ৯০ হাজার টাকা এবং অপরটি ৪ লিটার দেশিয় ছোলাই মদ যার বাজার মূল্য ১৬০০ টাকা।
এই নিয়ে মোট পাঁচটি মাদক মামলার জব্দকৃত ১২ লক্ষ ৯১ হাজার ৬০০ টাকার মাদক ধংস করা হয়েছে। ৪ই জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪ টায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্তরে,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক এর উপস্থিতিতে এ সকল আলামত ধ্বংস করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কোর্ট মালখানার সি.এস.আই মোঃ ইহসানুল হাসান,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিদর্শক মোঃ আফজাল হোসেন,জি.আর.ও,মোঃ কাউছার,কোর্ট মুন্সি মোঃ আল ইমরান,আশিষ রুদ্র সহ সংশ্লিষ্ট কর্মকর্তা।