Md.Nezam Uddin - (Chattogram)
প্রকাশ ০৩/০১/২০২২ ০৬:৫০পি এম

রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়নে যুবলীগের কমিটি ঘোষণা

রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়নে যুবলীগের কমিটি ঘোষণা
রাঙ্গুনীয়া উপজেলা পোমরা ইউনিয়নে আওয়ামী যুবলীগের তিন সদস্যদের আংশিক কমিটি ঘোষণা করেন।

  ২ই জানুয়ারি  রবিবার রাঙ্গুনিয়া উপজেলা  যুবলীগের সভাপতি সামশুদ্দোহা  সিকদার  আরজু এবং সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ এর সাক্ষরিত বিজ্ঞাপ্তিতে
২ বছরের জন্য পোমরা ইউনিয়নে  সভাপতি পদে মো: মহিন উদ্দীন, সহ-সভাপতি পদে সাজ্জাদ  হোসেন চৌধুরী ( নাচু)
সাধারণ সম্পাদক পদে আসিফ চৌধুরী সাব্ববুকে সহ তিন সদস্যদের কমিটি  লিখিত আকারে ঘোষণা করেন। আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করার নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য  কমিটি ঘোষনার  কয়েকমাস আগে  যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয় পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ