KAZI ARIFUL KARIM SOHEL - (Khulna)
প্রকাশ ০৩/০১/২০২২ ১১:১৪এ এম

Mass gathering: আজ ছাত্রদলের ছাত্র গণ জমায়েত ও সাবেক নেতাদের সংবর্ধনা

Mass gathering: আজ ছাত্রদলের ছাত্র গণ জমায়েত ও সাবেক নেতাদের সংবর্ধনা
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ (৩ জানুয়ারী) সোমবার খুলনায় সাবেক ছাত্র নেতাদের সংবর্ধনা ও ছাত্র গণ জমায়েত অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচি যৌথভাবে আয়োজন করেছে খুলনা মহানগর ও জেলা ছাত্রদল।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং ছাত্রদল যুবদলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থাকবেন। কর্মসূচি সফল করতে গত এক সপ্তাহ ব্যাপি ব্যাপক প্রস্ততি চলেছে।

বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে ও দিকনির্দেশনায় ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা কর্মসূচি সফল করতে প্রচার প্রচারণা চালিয়েছে। থানা ও ইউনিট কমিটির প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিএনপির সকল থানা কমিটি এবং যুবদল ও স্বেচ্ছাসেবক দল প্রস্ততি সভার মাধ্যমে কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে গ্রহণ করেছে নানা কর্মকৌশল।

সোনাডাঙ্গা থানা বিএনপি : ছাত্র গণ জমায়েত সফল করতে সোনডাঙ্গা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্ততি সভা ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে রবিবার বিকেলে হাফিজুর রহমান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির ও সাবেক যুবনেতা জালাল শরীফ। সাজ্জাদ আহসান পরাগের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, আশফাকুর রহমান কাকন, মিরাজুল ইসলাম, হাসানুর রশিদ মিরাজ, আল জামাল ভূঁইয়া, শেখ জামালউদ্দিন, তারিকুল ইসলাম তারেক, তাজিম বিশ^াস, মুসা খান, সিরাজুল ইসলাম, খায়রুল বেনু, মঈদুল হক টুকু, আব্দুল কুদ্দুস, আব্দুল হালিম, বাকার, আজিজুল, হাবিবুর রহমান, আবু ওয়ারা, নুর মোহাম্মদ, ডা. আব্দুল হালিম, ইউনুস মোল্লা, আলমগীর হোসেন আলম, ওয়াহিদু হাওলাদার, বিপ্লব, আব্দুল গফফার, ইব্রাহিম হাওলাদার, মিজা মাহমুদ, মাহমুদ আলম শামীম, নজরুল ইসলাম, শাহ আলম, মিজানুর রশিদ মিজান, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, জাহিদুল ইসলাম খোকন, হাবিবুর রহমান বিপুল, বদরুল আলম রয়েল, আসাদুজ্জামান আসাদ, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান মনি, রিয়াজুল কবির, জোবের আলম তুয়াজ, সোহেল, সাকারুল ইসলাম সুমন, হিরা, মাহবুব, সাইফুল মল্লিক, লাবু বিশ^াস, নজরুল ইসলাম বাবু, লালু, আলমগীর হোসেন,নুর হোসেন বাদল, ফজলুর রহমান, সাজ্জাদ হোসেন জিতু, আব্দুল আহাদ শাহিন, তরিকুল ইসলাম নকিব, ইসমাইল হোসেন, শেখ মারজান হোসেন, ইকবুল রহমান ইমুল প্রমুখ। সভা থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিতসার জন্য বিদেশে পাঠানোর জোর দাবি জানানো হয়। সভা থেকে ছাত্র গণ জমায়েত সফল করতে সোনাডাঙ্গা থানার ৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দ সোনালী ব্যাংক চত্বরে জমায়েত হবেন এবং মিছিল সহকারে সমাবেশে যোগ দেবেন বলে সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ