Concert: আগামী পহেলা জানুয়ারী শাহ শিঙ্গাইরকুড়ি রহ এর ঈসালে সাওয়াব মাহফিল
আগামী পহেলা জানুয়ারী ২০২২ রোজ শনিবার সকাল থেকে পরদিন ফরজ পর্যন্ত সিলেটের জকিগঞ্জের শিঙ্গাইরকুড়ি ছাহেব বাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাহফিলেকে ঘীরে এলাকায় খুশির আমেজ বইছে।
প্রশাসন, এলাকা ও আয়োজক কমিটি মাহফিলকে সফল করতে খুব তৎপর। এক তারিখের মাহফিলে অতিথি হিসাবে আসছেন সারা বাংলার মাঠ ময়দান কাঁপানো বক্তা আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব৷ আরো আসছেন সুদূর ভারতের হাইলাকান্দি টাইটেল মাদরাসার সাবেক অধ্যক্ষ, প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আল্লামা সারিমুল হক সাহেব।
শিঙ্গাইরকুড়ির বর্তমান পীর সাহেবের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে তা'লীম তারবিয়াত প্রদান করবেন মাওলানা ফজলুর রাহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ি। বিশেষ ওয়ায়িজ হিসাবে আসছেন মাওলানা রফিকুল ইসলাম তানজীম সাহেব৷ এছাড়া প্রখ্যাত উলামা হযরত এবং রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।