পড়ন্ত বিকেলে দেখেছি তোমায়
পড়ন্ত বিকেলে দেখেছি তোমায়
আবু জামাল
পড়ন্ত বিকেলে দেখেছি তোমায়
এলোকেশে বাতায়ন পাশে,
মগ্ন ছিলে প্রকৃতির মাঝে
হারিয়ে গেলে অজানাতে।
এক পলক দেখে তোমায়
বিমুগ্ধ নয়ন ভরে,
হয়ত আমি শুধু তোমায়
খুজেছিলাম অকাতরে।
শিল্পীর তুলির সব রং দিয়ে
একেঁছি তোমার ছবি,
মেনালিসা যেন লজ্জা পেল
যে একেঁছে তোমার প্রতিকৃতি।
সাজ বেলার আবছা আলোয়
মাধবী ছড়ায় আভা,
অপূর্ণ আশা পূর্ণ হয়ে
বাড়াবে কি জীবনের শোভা।
…………………………