Md. Azizar Rahman - (Dinajpur)
প্রকাশ ২৭/১২/২০২১ ০৬:০৩এ এম

UP election: ইউপি নির্বাচনে খানসামায় নৌকার ভরাডুবি

UP election: ইউপি নির্বাচনে খানসামায় নৌকার ভরাডুবি
দিনাজপুরের খানসামা উপজেলার ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। রবিবার ভোট গণনা শেষে রাতে ১১টা ফলাফল ঘোষণা শুরু করেন, চলে রাত সাড়ে ১২ পর্যন্ত।

৪র্থ ধাপে অনুষ্ঠিত খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৫টিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ৪টি ইউনিয়নে জয়লাভ করেন, ১টিতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও ১টিতে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন।

রোববার (২৬ ডিসেম্বর) উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৫৪টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন অফিস।

১নং আলোকঝাড়ী ইউনিয়ন খলিলুর রহমান (আনারস প্রতীক) ৬৫০২ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
২নং ভেড়ভেড়ী ইউনিয়ন রিয়াজুল ইসলাম বাবুল (টেলিফোন প্রতীক), ৩৬৪৪চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়ন গোলাম মোস্তফা আহমেদ শাহ্ (নৌকা প্রতীক) ৫৪৫১ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

৪নং খামারপাড়া ইউনিয়ন আবু বক্কর সিদ্দিক চৌধুরী (মোটর সাইকেল প্রতীক) ৬৬৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৫নং ভাবকি ইউনিয়ন রবিউল আলম তুহিন (আনারস প্রতীক) ৯৩১৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ও ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন সাখাওয়াত হোসেন লিটন ( চশমা প্রতীক) ৭৩৩৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ