MD JANNATIN NAEEM - (Dhaka)
প্রকাশ ২৬/১২/২০২১ ০২:৪৬পি এম

whatsapp: নাম লুকিয়ে রাখা যাবে অপরিচিত জনদের কাছ থেকে

whatsapp: নাম লুকিয়ে রাখা যাবে অপরিচিত জনদের কাছ থেকে
চলুন দেখে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা প্রোফাইলের নাম লুকিয়ে রাখবেন-
> প্রথমেই হোয়াটসঅ্যাপ খুলুন। তার পরে ডান দিকের থ্রি ডট মেনুতে ট্যাপ করুন।
> এই দুটি সিম্বল কপি করুন (→.)
> এবার আপনার নামের সামনেই একটি একটি পেনসিল আইকন দেখতে পাবেন, সেখানে ট্যাপ করুন। আপনার নামের জায়গায় এই দুটি সিম্বল পেস্ট করে দিন।
> তারপরে ‘অ্যারো’ মুছে দিয়ে, ওকে বাটনে ট্যাপ করলেই আপনার নামটি পরিবর্তিত হয়ে যাবে।
> সবকটা ধাপ ঠিক ভাবে পেরিয়ে গেলেই হোয়াটসঅ্যাপে আপনার নামটি ব্ল্যাঙ্ক যাবে।

তবে এক্ষেত্রে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে যে, আপনার নম্বরটি যদি কেউ আপনার নাম দিয়ে ফোনে সেভ করে রাখেন তিনি কিন্তু আপনার নাম দেখতে পাবেন। অর্থাৎ সেভ করে রাখা যে কোনো কনট্যাক্টের ক্ষেত্রে এই ফিচারটি কাজে আসবে না। কেবল অজানা নম্বর থেকেই হোয়াটসঅ্যাপে আপনার নামটি লুকিয়ে রাখতে পারবেন।
তবে যদি আপনার নামটি হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ফাঁকা রাখতে না চান তাহলে সেই জায়গায় বিশেষ কিছু ক্যারেক্টার দিয়ে রাখতে পারেন। যেমন, ডট (.) কমা (,) ইত্যাদি। এতে আপনার নামের জায়গায় অজানা সেই কনট্যাক্ট কেবল মাত্র ডট বা কমা দেখতে পাবেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ