Md. Rakib Hosen( - (Kushtia))
প্রকাশ ১১/১২/২০২১ ০৬:২৭পি এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘প্রচলিত আইনে পিতা মাতার ভরণ-পোষণ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ডিসেম্বর) সকাল ৯ টায়
আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ধর্মতত্ব অনুষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড.মাকসুদুর রহমানের তত্বাবধানে গবেষণাপত্র উপস্থাপন করেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক মো.আব্দুল আজিজ।

এসময় ড.মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড.এইচ এ এন এম এরশাদ উল্লাহ। সেমিনারটিতে আলোচক হিসেব উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড.মো.ময়নুল হক ও ড. মুহাম্মদ অলিউল্লাহ।

সেমিনারে ইসলামের দৃষ্টিতে পিতা মাতার প্রতি অবহেলার বাস্তব চিত্র ও এর প্রতিকার এবং পিতা মাতার অবহেলা করার শাস্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ