Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১১/১২/২০২১ ০২:৩৬পি এম
৩০ বছর বয়সে বিয়ে করবেন বলে জানালেন মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। মায়ের কাছে এজন্য দুই বছর সময় নিয়েছেন। কেননা তার বয়স ২৮। বুধবার নিজের জন্মদিনে অকপটে নিজের বয়সের সংখ্যা ও বিয়ে নিয়ে পরিকল্পণার কথা জানালেন।

কাঠবিড়ালী' খ্যাত এ অভিনেত্রী বলেন, আমার বয়স সবে ২৮। তাই বিয়ে নিয়ে আগামী দুই বছর একেবারেই ভাবতে চাই না। ‘বিয়ের জন্য আমি আমার মায়ের কাছে দুই বছরের সময় চেয়েছি। প্যান্ডামিকের কারণে এমনিতেই দুই বছর পিছিয়ে আছি। আমার যেগুলো স্বপ্ন আছে, যে কাজগুলো করতে চাই- সেগুলো আগে গোছাবো। আর এসব কারণেই মায়ের কাছ থেকে দুই বছরের সময় চেয়ে নিয়েছি।’

এদিকে তবে ‘নবাব এলএলবি’র পর কেন আর কোনো সিনেমায় দেখা যায়নি, এমন প্রশ্নে স্পর্শিয়া বলেন, ‘এরপরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছি। বর্তমানে ‘ক্ষমা নেই’ নামে একটি সিনেমার শুটিং করছি, ইতোমধ্যে প্রথম লটের শুটিং শেষ হয়েছে, শিগগির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। ফেব্রুয়ারি থেকে দুটি সিনেমার শুটিং আছে। আমার কাজ চলছে, কিন্তু রিলিজগুলো আটকে আছে।’

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ