MD JANNATIN NAEEM( - (Dhaka))
প্রকাশ ২০/১০/২০২১ ০৪:২৯পি এম
সিরিয়ার দামেস্কে একটি সামরিক বাহিনীর বাসে চালানো হামলায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। সিরিয়ার স্থানীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।

সানা নিউজ এজেন্সির দেওয়া তথ্য মতে, বাসটি একটি ব্রিজের উপর যেতেই বোমা বিস্ফোরিত হয়। সেখানে আরো একটি বোমা ছিলো যা পরে সেনা প্রকৌশলীরা নিষ্ক্রিয় করেছেন। ব্যস্ত রাস্তায় হামলাটি চালানো হয়।

ভিডিওতে পুড়ে যাওয়া বাসের অবশিষ্টাংশের ছবি উঠে এসেছে।

এখন পর্যন্ত কোন দল এ হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে এ ঘটনার সাথে আইএস জড়িত। সিরিয়াতে কয়েক বছর ধরে গৃহযুদ্ধ চলছে তবে এ ধরণের হামলার ঘটনা বিরল।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ